দশ বছর ধর্মীয় জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অধ্যয়নে রত থেকে এবং তা এদেশের তৎকালীন সংস্কৃতির উপযোগী করার পর, মহেশ্বরপাশা নামক জায়গায় তারা একখণ্ড জমি কিনলেন এবং সে জমির উপরেই ১৯৮৯ সালে একটি ছোট আশ্রম নির্মাণ করলেন। পরে এটি ১৯৯০ সালে ইতালির প্রালিয়া নামক আশ্রমের শাখা হিসাবে স্বীকৃতি পায়।
মঠের ভিত্তিপ্রস্তর আশীর্বাদ (১০ ফেব্রুয়ারী ১৯৮৯)
সাধু বেনেডিক্টের আদর্শের অনুসারী সকল আশ্রমের মত এই আশ্রমের ব্রাদাররাও 'প্রার্থনা ও কাজ' এই প্রাচীন মূলসুর অনুসারে নিজেদের দৈনিক জীবন অর্থপূর্ণ করতে চেষ্টা করে।
মঠের প্রার্থনালয়
নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে এ আশ্রম স্থানীয় খ্রিষ্টমণ্ডলীর কল্যাণার্থে নিজ অবদান রাখার চেষ্টা করে। এক্ষেত্রে আশ্রম অধিক গুরুত্বপূর্ণ যে অবদান রেখেছে তা সম্ভবত হল হিব্রু এ গ্রীক থেকে অনূদিত প্রথম কাথলিক বাংলা বাইবেল (‘পবিত্র বাইবেল - জুবিলী বাইবেল’) যা জুবিলী-বর্ষে (২০০০) বাংলাদেশের কাথলিক বিশপ সম্মিলনী দ্বারা প্রকাশিত হয়েছিল। অন্যান্য কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলায় অনূদিত প্রাহরিক উপাসনা যা মুটামুটি ১০০০ খ্রিষ্টীয় প্রাচীন উপদেশ-সংগ্রহ, রবিবাসরীয় ও পর্বীয় সুসমাচার সংক্রান্ত প্রাচীন উপদেশাবলি, সামসঙ্গীত ও ধর্মীয় গানের সুর, বাইবেল সংক্রান্ত ব্যাখ্যামূলক পুস্তক ইত্যাদি। এ সকল পুস্তক ধর্মশিক্ষাদানের সময়ে যথেষ্ট উপকারে আসে। এছাড়াও ব্রাদারদের সামাজিক কর্মকাণ্ড সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ ও সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে। এতে আন্তধর্মীয় সংলাপের প্রচেষ্টাও উপকৃত হয়।
আমাদের নির্মিত একটি স্কুল
সাধু বেনেডিক্ট যেমনটি চান তাঁর শিষ্যেরা ধার করে নয় বরং নিজেরা কাজ করে জীবন ধারণ করবে, তেমনি আমাদের গরুর ফার্ম থেকে (দুধ বিক্রি, গবর সার বিক্রি, কখনো বা গরু/বাছুর বিক্রি) প্রতিদিন অর্থ উপার্জন করে এবং নিজেদের প্রয়োজনের জন্য বাগানে শাকসবজি চাষ করে। এ থেকে বলা যায় আশ্রমের ব্রাদারগণ নিজেদের প্রয়োজনীয় অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল। কিন্তু আমাদের চারপাশে বসবাসরত জনগণের প্রয়োজনীয়তা দেখে আমরা সহজে তা এড়াতে পারি না, অথচ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তাদের প্রয়োজনীয় সাহায্য করতে পারি না। আমাদের কর্মকাণ্ড দেখার জন্য ফটো-সো-তে যান।
আমাদের ফার্ম
এজন্য, শ্রদ্ধেয় পাঠক-পাঠিকা, আপনার দৃষ্টি আকর্ষণ করি। ইচ্ছা করলে আপনিও আমাদের সঙ্গে নিজ অবদান রাখতে পারেন। আপনার অবদানের জন্য পৃষ্ঠার নিচে ডোনেশন ক্লিক বা ট্যাপ করুন।
শান্তি !