সাধু বেনেডিক্ট মঠের ওয়েব-সাইট - মহেশ্বরপাশা - খুলনা - বাংলাদেশ
শ্রদ্ধেয়,
আমাদের উপকারী বন্ধুদের সাহায্যে আমরা যা করতে পেরেছি, আপনি হয়তো ইতিমধ্যে শিক্ষার প্রাধান্য বা ফটো গ্যালারি পাতায় তার কিছুটা দেখেছেন।

আপনি যদি আমাদের কর্মসূচীর অংশী হতে ইচ্ছা করেন, তবে এই তিনটে উপায়ের একটা বেছে নিতে পারেন:
  • App Store থেকে একটা বা একাধিক অ্যাপ কিনতে পারেন (অথবা এই Software লিংক ক্লিক বা ট্যাপ করুন)।
  • আমাদের সঙ্গে
  • বিকাশও ব্যবহার্য - ০১৭১৫২১৩২২৭

আমি ক্ষুধার্ত ছিলাম আর তুমি আমাকে খেতে দিয়েছিলে, (...)
যেহেতু
যতবার আমার এই ক্ষুদ্রতম ভাইদের একজনেরও প্রতি যা কিছু করেছ,
তা আমারই প্রতি করেছ।

(যিশু)

ধন্যবাদ!