বাইবেলের কোন্ পৃষ্ঠা মানবজীবনের অতি সত্যময় নিয়ম নয়?
(সাধু বেনেডিক্টের নিয়ম)
(সাধু বেনেডিক্টের নিয়ম)
বাইবেল সংক্রান্ত কিছুটা সহায়িকা ধর্মীয় বিষয়াদি-তে পাওয়া যেতে পারে।
AsramScriptorium প্রয়োজন হলে় বইগুলিকে সংশোধন করে এবং একটি উচ্চতর সংস্করণ নম্বর সহ Book Store পুনরায় আপলোড করে৷ তেমন অবস্থায় (Apple) Book অ্যাপ অপেন করলে,
Apple আপনাকে একটা Notificaton দেখাবে যে বইটির একটি নতুন সংস্করণ ডাউনলোড করা যেতে পারে। অথচ কয়েকটি দেশে এমনটা ঘটে না:
অতএব, আপনি যদি কোনো বইয়ের সর্বশেষ সংস্করণ পেতে আগ্রহী হন, তবে কয়েক মাস পর পর Book অ্যাপ-এর “Search” field-এ (উপরে-বামে) 'AsramScriptorium' টাইপ ক’রে চেক করুন
Book Store-এ বইয়ের সংস্করণ নম্বরটি ‘আপনার’ বইয়ের সংস্করণ নম্বরের সাথে মেলে কিনা (প্রতিটি বইয়ের সংস্করণ নম্বরটি বইয়ের প্রথম পৃষ্ঠায়, নীচে, উল্লিখিত)।
অতঃপর দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। AsramScriptorium-কে অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।
পবিত্র বাইবেল - জুবিলী বাইবেল
ভূমিকা ও টীকা সহ হিব্রু ও গ্রীক ভাষা থেকে অনূদিত পবিত্র বাইবেল।
সাধু বেনেডিক্ট মঠের অনূদিত জুবিলী বাইবেল হল সর্বপ্রথম বাংলা বাইবেল যার মধ্যে ‘Deuterocanonical’ পুস্তকগুলোও গৃহীত। অনুবাদ মূল ভাষা হিব্রু, আরামীয় ও গ্রীক থেকে করা হয়েছে। বাইটি জুবিলী বর্ষে (২০০০ সালে) প্রকাশিত হয়েছিল বলে বাইবেলটি জুবিলী বাইবেল বলে পরিচিতি লাভ করে। ভূমিকা ও টীকা ছাড়া পুস্তকে এ পরিশিষ্ট্যও রয়েছে:
|
মুরাতরি পাণ্ডুলিপি-খণ্ড
ভূমিকা ও টীকা সহ লাতিন মূল ভাষায় ও তার বাংলা অনুবাদে মুরাতরি পাণ্ডুলিপি-খণ্ড।
মুরাতরি পাণ্ডুলিপি-খণ্ড বলে পরিচিত লেখাটি হল নূতন নিয়মের পুস্তকগুলোর সবচেয়ে প্রাচীন তালিকা। পাণ্ডুলিপিটা মোটামুটি ১৭০ সালের লেখা, কিন্তু কেবল ১৭৪০ সালে তা লুদোভিকো আন্তনিও মুরাতরি দ্বারা আবিষ্কার ও প্রকাশ করা হয়। |
এবং বাণী হলেন মাংস
যোহন-রচিত সুসমাচারের ব্যাখ্যা।
এটি হল সাধু যোহনের সুসমাচারের ব্যাখ্যা যা তাদেরই জন্য উপযুক্ত যারা এই গুরুত্বপূর্ণ সুসমাচারের গভীরতা অনুসন্ধান করতে ইচ্ছুক। বিস্তারিত ভূমিকা ও ধারাবাহিক ব্যাখ্যা ছাড়া নিম্নলিখিত বিষয়গুলোও বিস্তারিতভাবে উপস্থাপিত:
|
পবিত্র আত্মার পরাক্রমেই তোমরা আমার সাক্ষী হবে
প্রেরিতদের কার্যবিবরণীর ব্যাখ্যা।
প্রেরিতদের কার্যবিবরণীর ব্যাখ্যা যা তাদের জন্য বিশেষভাবে উপযুক্ত যারা বাইবেল ধ্যানে-অধ্যয়নে অনুরক্ত ও ঐশবাণী প্রচারকর্মে নিয়োজিত। বিস্তারিত ভূমিকা ও ধারাবাহিক ব্যাখ্যা ছাড়া নিম্নলিখিত বিষয়গুলোও বিস্তারিতভাবে উপস্থাপিত:
|
ঈশ্বর ভালবাসা
সাধু যোহনের পত্রাবলির ব্যাখ্যা।
যোহনের পত্রাবলির বিস্তারিত ব্যাখ্যা, যা তাদের জন্য উপযুক্ত যারা এই পত্রগুলোর খ্রিষ্টতত্ত্ব, আত্মাতত্ত্ব ও মণ্ডলীতত্ত্ব অধ্যয়ন করতে ইচ্ছুক। পত্রাবলির ধারাবাহিক ব্যাখ্যা ছাড়া নিম্নলিখিত বিষয়গুলোও বিশ্লেষণ করা হয়:
|